সহস্র অভিলাষ

Apr 10, 2021 | কবি ও কবিতা | 0 comments

Post View : 8
 

সহস্র অভিলাষ

আমারও অনেক চাওয়া ছিলো
প্রান্তর থেকে জনপদ ঘুরে
জলধি হতে উঁচু পর্বতমালা
ঝর্ণা থেকে কোন সমতল তটে,
আমারও অনেক সাধটা ছিলো।

আমারও অনেক ইচ্ছা ছিল
যখন নাটাই হাতে পেলেই মুগ্ধতা
বলটা পায়ে লাগলেই বিস্ময়
বন্ধুর সাথে দৌড়ঝাঁপেই বিজয়;
প্রিয়ার কালো তিলের দৃশ্যে অপলকতা
তখন আমারো কিছু সাধ ছিলো।

আমারও অলীক অধরা স্বপ্ন ছিলো
ধনের প্রাচুর্যের মোহ যে ছিলোই না
মনে বৈচিত্রেরর সাধ যে ছিলোনা
যশাধিক্যের চাওয়াই যে ছিলোনা
তা একেবারেই নয়, একদম নয়;
আমারও লোভ বা উচ্চাশা ছিলো।

তবু্ও যত অপ্রাপ্তির বেদনা
তবুও না পাওয়ার শত রিক্ততা
তবুও তা না দেখার শুন্যতা
কখনো থামিয়ে দেয়নি আমায়;
থামিয়ে দিতে পারেই নি, কখনো।
বিরামহীন ছুটোছুটি, থামায়নিও;
নিজেকে ভাবিনি কখনো অসহায়।

আমারও কিছু ক্লান্তি ছিলো
আমারও বিরামের সাধটা ছিলো
আমারও প্রয়োজন ছিলো বিশ্রাম
ছিলো পূর্ণতার শেষ চুমুকের সাধ।

তবুও অপূর্ণতার নাগপাশ, ছাইপাশ
কখনোই আলিঙ্গণ করেনি চারপাশ;
কিংবা আসেনি বিরহের হা হুতাশ-
গন্তব্যে পৌঁছানো নয়, বরং উচ্ছ্বাসে
প্রাণান্তর যাত্রায় আমার যত স্বপ্নচাষ;
ছুটে চলার বিরামহীনতার মাঝপথই
স্বপ্ন হোক আমার, সহস্র অভিলাষ।

——
মোঃ নাজিম উদ্দিন
এপ্রিল ০৪, ২০২১