আইন. aain. (Law)

আইন অর্থ রীতি, নিয়ম বা পদ্ধতি যা রাষ্ট্র বা নির্দিষ্ট প্রতিষ্টান কর্তৃক স্বীকৃত হয় এবং যা পরিপালনে ব্যর্থ।হলে বা যার পরিপন্থী হলে শাস্তির ব্যবস্থা থাকে। আইনানুগ ব্যবস্থা বা আইনের ব্যবস্থা বলতে আইন কর্তৃক অনুমোদিত ব্যবস্থাসমূহ যা পরিপালনে রাষ্ট্র বা কর্তৃপক্ষ ক্ষেত্রবিশেষ বলপ্রয়োগে লিপ্ত বা বাধ্যও হয়।

উইকিপিডিয়ার মতে, মানুষকে সুষ্ঠু,স্বাধীন এবং সুশৃংখলভাবে পরিচালনার জন্য যে নিয়ম-কানুন তৈরি করা হয় তাকে আইন বলে।) আইন হলো নিয়মের এক পদ্ধতি যাকে নাগরিক বাধ্যতা, রাজনীতি, অর্থনীতি এবং সমাজের ভিত্তি নির্মাণ করতে ও প্রতিষ্ঠানের মধ্যমে কার্জকরী করতে একে হাতিয়ার হিসেবে ব্যবহার করেন তাছাড়া আইন বলতে সামাজিকভাবে স্বীকৃত লিখিত ও অলিখিত বিধিবিধান ও রীতিনীতিকে বুঝায়।[১] আইন জনগণের মধ্যে সম্পর্ককে প্রধান সামাজিক মাধ্যম হিসেবে কাজ করে। ৩৫০ খ্রীষ্টপূর্বাব্দে গ্রিক দার্শনিক অ্যারিষ্টটল লিখেছিলেন , ” আইনের শাসন যেকোন ব্যক্তি শাসনের চেয়ে ভাল”।[২] যেকোন রাষ্ট্র বা প্রতিষ্টানের সুশৃঙ্খলতার জন্য আইন ও এর প্রয়োগ খুবই জরুরী।

আইন ও এর প্রয়োগসহ গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বিষয় নিয়ে বিশদভাবে আলোচনা, জ্ঞানগর্ভ ও বিশ্লেষণধর্মী আলোকপাত হবে লেখকবাংলাদেশ.কম এর এ অধ্যায়।

    No Results Found

    The page you requested could not be found. Try refining your search, or use the navigation above to locate the post.