Post View : 12
 

বাবা

ঠিক ৯টি বছর আগে,
কাফনে দাফনে, বিদায় নিয়েছো
ছোট কবরঘরের বাগে।

ভুলতে কি পারি, বাবা?
স্নেহে ভালোবাসায় রাজা হলেও
ছিলো অভাবের থাবা…

সেসব দিনে হায়!
অভাবে ছিলে বলে অবহেলা
সহ্য করেছো নিরালায়!

সে যে অমোঘ রীতি!
সেবা বা আরাম করার আগেই
জীবনটায় হলো ইতি!

কিছু করতে পারার আগেই!
পরপারে গেলে সকলেরে ছেড়ে
চুপিসারে আগেভাগেই!

প্রার্থণা রবের তরে,
বাবারে তুমি রেখো দয়াভরে
রেখো রহমতের চাদরে…

প্রার্থণায় যত প্রাণশিরা..
রাব্বির হাম-হুমা কামা
রাব্বা ইয়ানি ছাগিরা।”


২৩ ফেব্রুয়ারী, ২০২৪