Post View : 24
 

জীবন যখন শেখায় -২

—–

১) মানুষ চেনা অসম্ভব না হলেও অনেক কঠিন

২) অতিরিক্ত সহজলভ্যতা অসম্মান বয়ে আনে।

৩) অনেক বন্ধুত্বই ক্ষণস্থায়ী। শুধুমাত্র কতিপয় বন্ধুত্বই স্বল্পস্থায়ী। তবে দীর্ঘস্থায়ী বা চিরস্থায়ী বন্ধুত্বও কিছু রয়েছে, যা সত্যি বিরল, দুষ্প্রাপ্য।

৪) অধিকাংশ হাসিই মন থেকে নয়, মুখ থেকে আসে। সেজন্য অনেক হাসির আবেদন প্রাপ্তিসংক্রান্ত বা বৈষয়িক, হৃদ্যগ্রাহী নয়।

৫) কোন কিছুই সহজে বা অযাচিতভাবে প্রদান ঠিক নয়, এতে গ্রহীতার উদাসীনতায় বরং কৃতজ্ঞতার চেয়ে কষ্টই বেশি আসে..
এটা উপদেশ হোক বা দৃশ্যমান কিছু হোক..

৬) আগে বলা হতো, যে সহে, সে রহে। এখন সহিলেও কি রহে?

৭) প্রতিটা সৃজনশীল ভাবনাই কোন না কোন ভালো কাজের জন্ম দেয়। তবে প্রশ্নবিদ্ধ কাজ আবার দুর্ভাবনার জন্ম দেয়


চলবে…

মোঃ নাজিম উদ্দিন
এপ্রিল ২৯, ২০২৪