Post View : 16
 

কল্পনা জল্পনা

মানুষের হরেক প্রকার! সে ভাবনায় মত্ত থাকে নানাভাবে!
খুব কম মানুষ ইতিবাচক স্বপ্নের সৌধ বানায়: খুব কম মানুষ, সু-ভাবনায় জীবনের কল্পনা সাজায়..

বেশিরভাগ মানুষই নেতিবাচক স্বপ্নে বিভোর থাকে, থাকে হতাশায়, নিরাশায়, নিরালায়..

কেউ কেউ এতো বেশি ব্যস্ত থাকে নেতিবাচক ভাবনার শহরে, দুঃস্বপ্নের বহরে যে তাদের অবসাদ বা ডিপ্রেশন চেপে বসে.

তাদের কল্পনা জুড়ে নেতিবাচকতা, তাদের কল্পনা ভাবনার ভুবনে স্বপ্ন নেই, আশা নেই, প্রত্যাশা নেই, নেই প্রাপ্তির আকাঙ্ক্ষা..
জগতে কিছু মানুষ শুধু হতাশার দৃশ্য ভেবে ভেবে নেমে যায় ধ্বংসের অতল গহবরে..

অথচ, সামান্য সংখ্যক আশার আলো, কিছুটা প্রত্যাশা, কিছু ইতিবাচকতা তাদের তুলে নিতে পারতে জীবনের শ্রেষ্ঠ স্বপ্নের কাছে, স্বপ্নের বাস্তবায়নের পথে, আলোর পথে, জীবনের পথে…


নাজিম
৬ এপ্রিল ২০২৪