Post View : 4
 

অনন্ত আফসোস

 

ডুবে যাবে দিনের আলো সাঁঝের হবে শুরু
ঘোর তিমিরে যাত্রী শিবিরে শুধু ভয় দুরু দুরু;
অজানা পথে দিতে হবে পাড়ি যেপথ শ্বাপদসংকুল,
অজানা সাথী, অনন্ত রাত্রী সবই যে প্রতিকূল!

ক্ষণিকের লাগি উঠে যে রবি, ক্ষণিকেই যায় অস্ত,
ক্ষণিক এ জীবন, মুহুর্তে মরণ, মহাকাল অনন্ত!

যাদের নিয়ে কাটাই জীবন কেউ যে কারো নয়,
ভয়ানক সেদিন, সবাই পরাধীন, আমলেই পরিচয়।

যাদের তরে অর্জনে মরি, জীবন রেখে বাজি,
চিনিবেনা কেহ, চিনিবোনা নিজেও, যতই আপন সাজি!

সে বিচারক্ষণে, পাপীদের মনে, অসহায় হাহাকার,
নবীরেই চিনিবে, পাশেও পাবে, বাকীরা কে কার?

আফসোসে ভরা হাশরক্ষণে, ফিরতে চায় এ মন,
এক মুহুর্ত হায়াত পেলে করতাম সিজদায় সমর্পণ!
ফিরতে পারলে, ক্ষণিক হলেও, চাইতাম ক্ষমা পাপের,
ফেরত আসার নেই যে সুযোগ, আক্ষেপ পরিতাপের।

বিচার হবে, সুক্ষ্ম বিচার, আমলে সব ভুল,
জীবনভর মেতেছি ভুলে, পাপে ছিলাম মশগুল!
দয়ার রব করলে দয়া, করবেন মাফ সেদিন,
যিনি রহমান, যিনি রহিম, যিনি গফুরুর রহিম।


মোঃ নাজিম উদ্দিন
জুন ২৪, ২০২২