জগত জুড়ে চুরির মেলা
জগত জুড়ে চুরির মেলা
হরেক রকম চোরের মেলা,
একটুখানি করলে হেলা
হারাবেন ভাই নিজের ভেলা!
বড় চোরের মধ্যে বড়
নামাজে যারা করছে চুরি,
এবার আছে খাবার চোর
পরের খাদ্যে পুড়ায় ভুরি!
ধন-সম্পদ চোরও অাছে
আঙুল ফুলে হয় কলাগাছ,
পুকুর চুরিও হরেক রকম
নিচ্ছে সে ধন, নিচ্ছে সে মাছ!
আরেক চোর এলো যে নতুন
ভার্চুয়াল আর একচুয়াল,
উঁকি ঝুকি মারছে তারা
আমার আর আপনার ওয়াল!
কোন কিছু বললে মশাই
আইডিয়াটা করে সে চুরি,
অন্যের কাছে সাজে হিরো
বানায় সম্পদ, বানায় ভুরি!
লিখতে গেলে অাঙুল ভাঙ্গে
তার ওয়ালে জ্ঞানের ফুলঝুরি,
লিখেনা সে, এ যে “সংগৃহীত”
করলো সে স্ট্যাটাস চুরি!
করোনার কালে করুণা নিয়ে
ছুটছে যে কিছু ত্রাণ চোর,
তাদের কিছু লকব অাছে
রাজনীতির তারা পদবী চোর!
ভাল কাজেও চোরের ধরণ
অনন্য সে জন, মডার্ণ চোর,
আপনার কথায় নিজে সাজে
“সমাজসেবক”, সে যোচ্ছোর!
কলি সমাজ, রাজনীতি ভাই,
পূর্ণ করলো ভন্ড সু-চোর!
এ আঁধার কাটবে কি ভাই?
কভু কি দেখবো আশার ভোর?
মো. নাজিম উদ্দিন:
২৫-০৪-২০২০
Nazim3852@gmail.com