আসবে নব ভোর

Sep 2, 2020 | কবি ও কবিতা | 0 comments

View : 246
 

আসবে নব ভোর


করোনার কাছে করুণা নয়,
কোভিড-থেকে মুক্তি শুধু নয়,
ভূগোলের মানচিত্রের কাঁটাতার
মানুষে মানুষে বৈষম্যের পাহাড়,
নিপীড়ন, বঞ্চনা আর অত্যাচার..
এ’সব মুক্ত হোক বিশ্ব-পরিবার..
এ আশায় বুক বাঁধি বারেবার…

আজো বসে আছি সে আশায়
মানুষ দাঁড়াবে পাশে ভালোবাসায়,
ছিল যারা এতদিনের নিরাশায়
স্বপ্ন দেখবে তারা, এ প্রত্যাশায়;
সুবিশাল অাকাশ, সুউচ্চ পাহাড়
আর উদার সমুুদ্রে করি অবগাহন;
জানি, মানুষ হবে মোর আপন,
চৈত্রের ক্লান্তির হোক অপনয়ন;
বৈশাখে সত্য হোক প্রশান্তবদন…

নববর্ষের হর্ষে স্পর্শ হোক প্রাণ
সকল হতাশার হোক চিরাবসান;
আশার ঊষায় কামনা যত মোর
আলো আসবেই, আসবে নব ভোর।


মোঃ নাজিম উদ্দিন
১৩ এপ্রিল ২০২০)