বিভিন্নতায় অভিন্নতা!
একাকী সময় সঙ্গ চাওয়া
ভীড় ফেলে একা থাকতে চাওয়া;
নীরবতা ভেঙে শব্দের পানে ছুটে চলা
আার আড়ম্বরতা ফেলে নৈঃশব্দ-প্রেম-
এ যেন মানব মনের অসমাপ্ত দোলাচল!
হারিয়ে যেতে চাওয়ার মাঝে সুখ খোঁজা
আবার নিজেকে ফিরে পাওয়ার অনুভূতি
আলোর ঔজ্জ্বল্যে বিশ্ব দেখার স্বাদ
আবার আঁধারে শত রং পাওয়ার মিনতি;
এ বৈচিত্র্য হয়তো
শুধু মানুষের জীবনেই সম্ভব।
সব ভুলে যেতে স্বজন সঙ্গ
কিংবা সঙ্গ ভুলে গিয়ে নিঃসঙ্গতার সাথে প্রণয়,
কষ্ট ভুলে যেতে সত্যের সততা কিবা
দুঃখ ভুলতে ঊনসত্যের অভিনয়!
এ এক বিচিত্র চিত্র, এক চিত্র বিচিত্র!
এ ভিন্নতায় অভিন্নতা, বিভিন্নতায় একতা
এ Unity in diversity, এ অচিন্ত্যপূর্ব বৈশিষ্ট্য
সাদাকালো জীবনকে করে বর্ণিল
বর্ণিলতায় আনে অদ্ভূত শুভ্রতা!
নাজিম
জুলাই ২৪, ২০২৫.