অমনিবাস

May 15, 2025 | কবি ও কবিতা | 0 comments

View : 2
 

অমনিবাস


সহস্র নিরবতার পরও ভেসে আসে কিছু শব্দ;
সহস্র অভিমানের পরও কিছু প্রেম আসে হৃদমাজারে;
অমাবস্যার রাতের পরও যেমন চাঁদের কিরণ:
ঘুটঘুটে অমানিশা তাড়িয়ে প্রত্যাশার অংশুমালী!

কিছু অনুচ্ছেদ অধ্যায়ের সমাপ্তির পরও তাই
কিছু নিস্তব্ধতা নিশ্চুপতার পরেও সুরময়:
সাতরঙে সাজানো বেনিয়াসহ জীবন;
বহুরঙে মোড়ানো জীবনের পাপড়িসকল..

উঠানামা জোয়ারভাটার এ ক্ষণিক পথচলায়
উত্থানে কারো আগমন, পতনে যে প্রস্তান!
সুসময়ে বন্ধুশত, অসময়ে একাকীত্বময়
বহুরঙে রঙিন মানুষের সহস্র ফানুষ!

তবুও আশার ভেলা আসুক দিনকাল মাস
গন্তব্য অজানা জেনেও ছুটে চলা অমনিবাস
তবুও সন্দেহের পরাজয়ে বেঁচে থাক্ বিশ্বাস;
তবুও প্রেম-প্রণয়ে আসুক জীবনোচ্ছ্বাস।


নাজিম
মে ১৫, ২০২৫