অনুরণন

Jan 22, 2025 | কবি ও কবিতা | 0 comments

View : 12
 

অনুরণন

ছোট্ট করে ভাবলে পরে
কিসের নেশায় ছুটছি আজ?
কিসের মোহ টানছে বলো?
ব্যস্ততা আর কাজই কাজ!

মোহ ব্যাধি ছুটবে যেদিন
হঠাৎ আসে সে অনুধাবন
জীবন নামের যাত্রাটারে
নিমিষে থামায় সেই মরণ!


জানুয়ারি ২২, ২০২৪