বেশিরভাগ

Oct 3, 2024 | কবি ও কবিতা | 0 comments

View : 13
 

বেশিরভাগ

বেশিরভাগ তিক্ত অভিজ্ঞতাই অব্যক্ত;
অধিকাংশ প্রকৃত ছবিই অপ্রকাশিত;
অধিকাংশ কান্না রয়ে যায় অনুক্ত :
বেশিরভাগ হাসিই হয়না পূর্ণ বিকশিত;

অধিকাংশ সত্যকথন যেন পরিত্যক্ত!
বেশিরভাগ সত্যক্ষুধা থাকে অভুক্ত;
অধিকাংশক্ষেত্রে ছলনাই হয় মূল্যায়িত!
বেশিরভাগ সৎ-সাহিত্য থাকে অপঠিত!

সংগৃহীত ভাবনাই অনেকক্ষেত্রে পুরষ্কৃত!
জীবনের বেশিরভাগই থাকে অব্যবহৃত!

নাজিম