ঊনসময়

Jul 13, 2023 | কবি ও কবিতা | 0 comments

View : 62
 

ঊনসময়

এমনও ব্যস্ত কিবা আনন্দসময় আসে জীবনে
বছরগুলো যেন মাসের চেয়েও
মাস দিনের বা দিন মিনিটের চেয়েও দ্রুত
ফসকে যায় নাগাল হতে…
দূরও হয় নিকট, পর হতে থাকে আপন
সহস্র বেদনা পরিণত হয় হর্ষে!
হৃদ্যতার অভিনয়ে স্বজন হওয়ার মিছিলে
শামিল হয় কত শত জন!
সময় বড়ো বিচিত্র!

এমনও বিরহের সময় দেখা যায়
মিনিট কাটে বছরেরও বেশি সময়ে!
নৈকট হারায় দূরত্বের গহবরে,
হৃদয়ে গেঁথে থাকা স্বজন হয় পর:
প্রিয়া চাহনিতে আসে যোজন দূরত্ব
কিংবা প্রিয়া অপ্রিয় হয়ে উঠে কখনো
দূরত্বে, অবহেলা বা বিচ্ছেদে…
সহস্র দিবসের সূর্য বা সহস্র পূর্ণিমার চাঁদ হয়ে থাকা প্রেয়সী, প্রিয়তমা:
হঠাৎ অচ্ছুত বা অস্পৃশ্য হয় হৃদয় বাহুডোরে;
একেকটা লোকদেখানো স্বজনও
চলে যায় অচিন দেশে, পর বেশে…

সারাজীবন যত্ন করা মালিও কখনো
হাতে ধরতে পারেনা সাধনার ফল, ফসল;
সারাদিন কষ্টের পরও রাঁধুনি যেন
স্বাদ নিতে চায়না সাধনার খাবারের…
সময় তেমনই এক অদ্ভুত আয়না
কখনো হাসে, হাসায়, কখনো কাঁদে, কাঁদায়…


নাজিম
জুলাই ১৩, ২০২৩