একটা ‘তুমি’ হলে

Jul 6, 2023 | কবি ও কবিতা | 0 comments

View : 56
 

একটা ‘তুমি’ হলে


একটা ‘তুমি’ হলে
ছোট্ট মনটির বড় অসুখ
ছুঁড়ে ফেলতাম জলে;

একটা ‘তুমি’ এলে
বলতাম সব প্রেম গল্প
সকল দুঃখ ভুলে..

একটা ‘তুমি’ হলে,
চোখে চোখ রেখে বলবো কথা
মনের চোখ খুলে…

একটা ‘তুমি’ পেলে
খাঁচার সব কাঁচা পাখি
নীল আকাশে মেলে!

একটা ‘তুমি’র বদলে
সহস্র ‘আপনি’র সঙ্গ ভুলে
হৃদয় হর্ষে দোলে…


নাজিম
জুলাই ৬, ২০২৩