আমরা নিজের কথাই ভাবি

Oct 25, 2022 | কবি ও কবিতা

View : 89
 

আমরা নিজের কথাই ভাবি
————————————

আমরা নিজের কথাই ভাবি
নিজের স্বার্থই সুমহান রাখি
খু্ঁজি নিজের ধনের চাবি।

লাইনে দাড়ানো বৃদ্ধকেও আজ
পেছনে ফেলি, ভুলে যাই লাজ!
পথে বা সড়কে, দিবস-রজনী
নিজের জন্যই সকল দাবি!
আজ যে নিজেদের কথাই ভাবি!

নিজের কারণে বানাই স্বজন
নিজের রসনায় নিজের ভোজন!
‘কেনো ভাববে পরের কথা?
কেন ঘুচাবে পরের ব্যথা?’
এ মন্ত্রে দীক্ষিত যেন সবই!
আমরা নিজেকে নিয়েই ভাবি।

পরার্থে ভাবলে বলি তারে বোকা!
স্বার্থের লোভে দেয় সে ধোকা!
‘আমরা’ ভুলে ‘আমি’ নামপুরুষ!
ভু্লেছি বিবেক, জ্ঞান আর হুশ!
অন্যের ভাবনা কেবল হাবিজাবি!
ধনের মাঝেও কতই না অভাবি!
কেবল নিজেকে নিয়েই ভাবি!

নিজেতে সফল, পরার্থে বিফল
পরশ্রীকাতরতা যেন অবশ্যম্ভাবী!
নিজেরে নিয়েই কি সবই পাবি?
কেন এত হিসাব, হে হিসাবি?
কেন শুধু নিজের জন্যই ভাবি?

মোঃ নাজিম উদ্দিন
অক্টোবর ২৫, ২০২২