তবুও এ যাত্রা থামবার নয়

Oct 22, 2022 | কবি ও কবিতা

View : 91
 

তবুও এ যাত্রা থামবার নয়

জীবনের গন্তব্য কোথায় না জেনে
জীবনের সব নিয়মাবলী না মেনে
পরিপূর্ণতার সংজ্ঞাটা না টেনে
আমরা চলেছি ছুটে গন্তব্যহীন!

দিন, সপ্তাহ, মাস বছর শেষে
সমস্ত ক্লান্তির পর অবশেষে
কোথাও যেন স্বস্তির অবকাশে
কোথাও এক চিলতে বৃষ্টির দেশে
এক টুকরো মেঘের আড়ালে সূর্যে
এক গোধুলি আলোআঁধারির কাছে
নিজের মতো করে যাওয়া হয়না,
কখনোই যাওয়া হয়না, বেলাশেষে।

কেউ ছুটে নিজের, কেউ বা পরের তরে
কেউ অদম্য ছুটে, যায়না অবসরে,
মাঝপথে থেমে যায় কেউ চুপিসারে!

ছুটে চলায় কজনই বা গন্তব্যে পৌঁছাতে পারে?
কজনই বা স্বপ্নসৌধ হাতে পেতে পারে?
কজন চূড়ায় পৌঁছে নাড়ে পতাকা খানি?
কজন বিজয় এনে দেয় জয়ধ্বনি?

তবুও এ যাত্রা কভু থামবার নয়..
তবু্ও ছুটে চলা অপ্রাপ্তির নয়,
তবুও হাসি কান্না নয় অভিনয়
ছুটে চলাতেই হয়তো গন্তব্য পরিণয়.
ছুটে চলায় হোক সাফল্য নির্ণয়.


মোঃ নাজিম উদ্দিন
অক্টোবর ২৩, ২০২২