আমার আমি, এমনই স্বকীয় জন
আমি কখনো সমুদ্রতীরে প্রশান্তির বিচরণে,
কখনো পাহাড়ি ঝর্ণার মতো মূর্ছনা বিচ্ছুরণে,
কখনো সমতলে সবুজের সমারোহে
কখনো ছুটি মানুষের সমুদ্র মোহে!
কখনো বা আমার বাঁধনহারা পদব্রজ
কখনো পশ্চাদে, কখনো সাজি অগ্রজ!
কখনো নিরব, কখনো প্রতিবাদ সরব
কখনো আমার উদাসীনতায় আত্মগৌরব!
কখনো ভাবি, বলি, লিখি মনের ভাষা
কখনো হতাশ, প্রায়ই জিইয়ে রাখি আশা;
আমি কখনো প্রাণের দাবিতে মুখর
ছুটি সমুখে, তবু আঁকড়ে ধরি শেকড়।
কখনো ছুটে চলি মিছিলে বাঁধাহীন
কখনো ছুটি শুধু একা, সঙ্গীবিহীন;
কখনো গোপনে মুছি নিরব অশ্রুজল
কখনো চিৎকারে ছুটে কঠোর শব্দজল।
আমার আমি এমনই স্বকীয় জন!
কখনো হেলায় কিবা মেলায় অসজ্জন।
—
মোঃ নাজিম উদ্দিন
সেপ্টেম্বর ৯, ২০২২