মৃত্যু এমনই: শোকে মুহ্যমান

Jul 29, 2022 | কবি ও কবিতা, বইমেলা, বুকরিভিউ, সম্মাননা

View : 76
 

মৃত্যু এমনই: শোকে মুহ্যমান

 

মৃত্যু এমনই…এমনই অনিবার্য
যথাসময় তা সাড়ে তার কার্য!
যেতে চেয়েছিলো তারা ঝর্ণার পাদদেশ
মৃত্যু বললো, তোমার যে সময় শেষ!
পাহাড়ে ট্রেকিং শেষে আসবে শীতলজল
খৈয়াছড়ার অনিন্দ্য রূপ দেখবে যুবকসকল!
দুপুর হতেই তারা হারালো যে প্রাণ
মৃত্যু যথাসময়ে হবে, করলো প্রমাণ!

তারা ১২ জন হয়তো ফিরতো বাড়ি
বকুনি খেতো পিতার, খেতো কত ঝাড়ি!
মায়ের সদয় কোলে পেতো আশ্রয়
অথবা ফেসবুকে ছবি দিয়ে ছড়াতো বিস্ময়!

বন্ধুদের তরে হয়তো লাইভ সম্প্রচার!
কত স্বপ্ন চোখে তাদের কত সমাচার!

ট্রেনের সাথে ধাক্কায় দুর্ঘটনা হায়!
মাইক্রোবাসে চুরমার জীবন অসহায়;
মারা যায় ঘুরতে যাওয়া ১১ জন লোক
হাটহাজারী গ্রামে তাদের চলছে যে শোক।

যে হারায় সে জানে হারানোর জ্বালা
কে দিবে সান্ত্বনা, থামেনা বিরহজ্বালা।

মহান রবের দরবারে কামনা অশেষ
করুণার বারিধারা করোনা নিঃশেষ।
পরিবারে দাও খোদা ধৈর্য আর সবর
তুমিই দয়ার সাগর, তুমি অবিনশ্বর।


২৯ জুলাই ২০২২ শুক্রবার চট্টগ্রামের মিরশ্বরাই ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসে থাকা ১২ তরুণ পর্যটকের মর্মান্তিক মৃত্যুত গভীরভাবে শোকাহত।


মোঃ নাজিম উদ্দিন
জুলাই ২৯, ২০২২