প্রশ্নোত্তর

Jul 26, 2022 | কবি ও কবিতা

View : 76
 

প্রশ্নোত্তর

মন বলে, কে বা পর, কে বা আপন?
সত্য বলে, মৃত্যু ছাড়া, কে বা স্বজন?

মন কহে, জীবনে কে দিবে পূর্ণ স্বাদ?
সত্য বলে, মৃত্যুতেই স্বাদ, দেখতে যদিও বিষাদ!

মন শুধায়, কেনই বা এ ক্ষণিক জীবন?
সত্য বলে, আসল জীবনের পূর্বেই মরণ।

মন কয়, কেন মানুষ ভাঙ্গে বিশ্বাস?
সত্য হাসে, ক্ষণিক এ শ্বাস প্রশ্বাস!

মন বলে, কোথাও কেন কেউ নেই?
সত্য বলে, বেশি ছুটলে হারাবে খেই!

মন বলে, কেন এত কষ্ট এ জগত জুড়ে?
সত্য কয়, স্বর্ণ খাঁটি হয় যদি পুড়ে!

মন কহে, সুনাম হারালে সব কি শেষ?
সত্য বলে, বুদবুদে কি পানি নিঃশেষ?

মন বলে, কেনই বা আজ ছুটছি তবে?
সত্য কয়, বাঁচো যে শুধু বোবার ভবে!

মন বলে, কোনটা তবে করবো ভাই?
সত্য কহে, তাহলে সত্য শুনাতে চাই:
স্থায়ী নিবাস তরে চলো সময় কাটাই।

—-
মোঃ নাজিম উদ্দিন
জুলাই ২৬, ২০২২