View : 61
 

উদাসী পথিক

তোমারে দিয়েছে রব বিশাল রবি
দিয়েছে ভোর, আলো, ফুল সুরভি,
সমুদ্র পাহাড় মাঠ, বিল, ঝিল সবই
জ্ঞান-সম্মানে, মান-মননে অপূর্ব ছবি।
সৃষ্টির সেরা করে, সৃষ্টির অলংকারে
তুমিই যে রাজা মাখলুকাত বাহারে।

তবুও ভান্ডারে তব নেই অফুরন্ত কাল
ক্ষণিকের পথিক তুমি, সমুখে মহাকাল;
ভোর ফেলে দুপরে তোমার হঠাৎ পদার্পণ,
হঠাৎ বিকালে দেখো, তড়িৎ সমর্পণ!

বুঝেছিলে এ কাল তোমার রবে জীবনভর!
হেলায় হারালে বেলা, হতাশ দুর্ভর!

এ ভেবে গোধুলিপাড়, সাঁঝের এ ক্ষণ
আঁধারে হাতরিয়ে মরো, আফসোসে ক্রন্দন!
নিশিতে দিবে পাড়ি, সমুদ্রেও গর্জন
সকলই স্বজন ভাবো, আছে কে আপন?
আপনেরে স্বজন করতে, ভুলিলে নিজেরে!
বেলাশেষে ভুল ভেঙ্গে কাঁদো কপালফেরে!

একদিনের পথিক তুমি, কেন ভাবো অক্ষয়?
ফুরালে হঠাৎ সময়, ভাঙ্গিবে হৃদয়!
পথের মাঝে তোর হবে জীবনকাল
কে দিবে পাড়ি পথ, কে আনিবে সকাল?

এক্ষণে ভাবো বোকা, কাল যায় যায়
পরীক্ষায় সকলে পর, জানাবে বিদায়
এ খেলা নিজের, যদিও পাশে বহুজন!
কে বইবে পাপের বোঝা, কমাবে ওজন?
তোমার সাধনই মূল, একান্ত আপন,
আফসোসের হাশরে তোর হতাশ সে ক্ষণ।

উদাসিন উদাসী মনে হারালে সে ক্ষণ
শেষবেলা রিক্ত হাতে, অসহায় সমর্পণ।


মোঃ নাজিম উদ্দিন
মার্চ ৩১, ২০২২