অচেনা মানুষ

Oct 27, 2021 | কবি ও কবিতা | 0 comments

View : 134
 

অচেনা মানুষ

আমি অনেককে পাশে থেকে দেখেছি
দীর্ঘ যাত্রা পথে সাথী, সারথি হতে;
দীর্ঘ যাত্রা আমাদের কাছাকাছি এনেছিলো
মনের দূরত্ব তবে থেকেই গেলো শেষমেশ!
সকল যাত্রী বুঝি যে যার পথে, গন্তব্যে..

আমি অনেককে পেয়েছি রক্তের সম্পর্ক
আত্মার সম্পর্কের দাবি নিয়ে এসেছিলো;
সুখে দুঃখে তাদের পাবো ভেবেছি নির্ভুল ভাবনায়
আত্মীয় তারা হয়নি, প্রায়শই! কী বিচিত্র!
তবে রক্তিয় হতে পেরেছেন বেশ কজন স্বজন!
এ এক অদেখা মরিচীকার সরোবর!

বন্ধু হবে বলে পথের সাথীও ছিলো অনেকে
এ যাত্রায় আমার জয়গান হৃদয়ের কাছে
অযুত চেহারার মাঝে কিছু কিন্তু পেয়েছে হৃদ-স্থান…
কিছু নিয়েছে হৃদয়ের গভীরে স্থান..
বেশি সুহৃদ হৃদে পাবো ভেবেছি সত্য
অনেকেই হৃদয়ের দরজা ভেদ করে আসেনি সত্য
তবে যে ক’জন দরজা ধাক্কা দিয়ে ঢুকেছে,
এসেছে, দেখেছে আর জয় করেছে..
সে ক’জনের প্রভাবে ভুলিয়ে দিয়েছে
অন্য সব স্বার্থসিদ্ধুকের মন-মনন;

কী অদ্ভুদ মানুষ! কী বিচিত্র স্বজন!
এতসব ভাবার সময়টও ভুলিয়ে দেয়
কতেক অন্তরঙ্গ হৃদ্যতার সুহৃদ…
তারাই এ ক্ষণিকের জীবনকে করে রঙ্গিন,
দুরাশার কালো মেঘও হয় সে বিলীন..
আশার দিগন্তে যত সুখ অমলিন…


মোঃ নাজিম উদ্দিন
২৮ অক্টোবর, ২০২১