আমার আছে বিশ্বজন

Jan 21, 2021 | কবি ও কবিতা | 0 comments

View : 176
 

আমার আছে বিশ্বজন

ভবের নদে নাই বা থাকুক
অভাব যতই রিক্ত রাখুক
আমার যতই হোক না হাত শুন্য;
ধনের রাজ্য না-ই বা আসুক
ভূবন স্বপন না-ই বা জাগুক
জীবন আমার বিশ্ব জনে পূর্ণ।

না-ই বা গলায় মুক্তোর মালা
আমারটা যদিও অপূর্ণ থালা
আমার হাসিতে জয় তো করি কিছু;
যশ বা সুনামের সে অংশুমালা
না-ই বা পদের তত কিরণমালা
জীবন যেন ছুটে মানবতারই পিছু।

কন্ঠে যদি নাই বা সুর-লয়
ধনের রাজ্যে হোক না প্রলয়
হৃদয় যেন বাজায় সাম্যের বাঁশি;
শীর্ণ তনু কিবা, জীর্ণ আলয়
পরের দুঃখে কাঁদুক হৃদয়
পরের সুখে যেন হৃদয় দিয়ে হাসি।

—–
মোঃ নাজিম উদ্দিন
জানুয়ারী ২১, ২০২১