খেজুর রস আর ভাঁপা পিটা

Dec 15, 2020 | কবি ও কবিতা | 0 comments

View : 200
 

খেঁজুর রস ভাঁপা পিঠা

পৌষ তোমায় হেঁকেছে ডাক
অগ্রহায়ণ শেষ,
বাংলার গানে, বাংলার গাঁয়ে
অপরূপ সবিশেষ।

শীতের রাতের কনকনে হাওয়া
হাড়কাঁপানো শীত,
তবুও শীতে ভোরের রোদে
কুয়াশা কালেই গীত।

কোমরে বাঁধে পাটের দড়ি
ধারালো দা-ও হাতে,
চতুর কৃষক ঝুলায় হাড়ি
টিনের চিমটির সাথে!

সারি সারি সব খেঁজুর গাছে
ঝুলেছে মাটির হাড়ি,
ঝাপসা ভোরে ছুটছে পানে
রস নিতে হবে বাড়ি!

যত বেশী শীত, ততই বাড়ে
রসের সুমিষ্ট স্বাদ,
কুয়াশা চাদরে ঝাপসা গাঁয়ে
জীবনের আস্বাদ।

সারি সারি গাছে রসের হাড়ি
গাছির সে কী হাসি!
ভাঁপা পিটা, খেজুর রসের
বাংলাকে ভালোবাসি।

রস পিটা নিয়ে কৃষাণ ছুটে
মেয়ের শশ্বুর বাড়ি,
এ যেন বাঁধে হৃদয়ের সুহৃদ
নয় শুধু মাটির হাড়ি।

দু’গাঁয়ে গড়ে আত্মার বাঁধ
মোয়া, পিটা-পুলি তাই,
স্বজন নিয়ে যে সুজন গড়ে
রক্তের, আত্মার ভাই।

গ্রাম বাংলার স্বরূপ সুরূপ
টানে গাঁয়ের পানে,
ছন্দে, সুরে, লয় তাল মিলে
হারাই বাংলার গানে।

আজো খুঁজে ফিরি শৈশব
শীতের সকাল বেলা,
ধারক বাহক ঐতিহ্য সব
মধুর সেসব বেলা।

——————
মোঃ নাজিম উদ্দিন