কোনটা মরিচীকা

Sep 23, 2020 | কবি ও কবিতা | 0 comments

View : 185
 

কোনটা মরীচিকা

 

কোনটা মরীচিকা
কোথায় সে সরোবর, জলাধার?
বিস্তীর্ণ বালুকায়
কোথায় সে জনপদ, পারাপার?

কোনটাই বা অনুবাদ,
কোনটা বা আসল, প্রত্ন, রত্ন;
কোনটা অন্তরে রয়েও অবহেলিত,
কোন অযোগ্যেই পায় যত্ন?

হিসেবের হালখাতা ব্যাকরণহীন,
নেই কোন সময়ের চৈত্র;
লাগামটা কোথা যেন অদৃশ্য বিধি,
জীবনের অশ্ব যেন ছুটে বিচিত্র!

—-

#ঊনকবিতা
মোঃ নাজিম উদ্দিন
২৩-০৩-২০১৮