View : 53
 

হে রব, তুমিই সব

চলে সংকট
বাইরে ও ঘরে,
সাধ আছে
সাধ্য নড়বড়ে!

দুঃখ অগণিত
সুখ দুরবাসে
হতাশা অফুরান
প্রতি নিঃশ্বাসে।

অভাব মাঝে
বাঁচি আশায়,
তবু স্বপ্নসব
ভেলা ভাসায়

কদিন বাঁচি
জীবন খাঁচায়!
মরণ হঠাৎই
কে-বা বাঁচায়?

সকলই ভুয়া
সবই নকল;
রবই সত্য
রবই আসল।

মরু বালুকায়
শ্বাপদসংকুল,
তব মহিমায়
কুদরতি ফুল।

পাপ অগণিত
তুমি গফুর,
দয়ায় তোমার
সব ভরপুর।

তুমি দয়াময়
তুমি রহিমুন,
আশার শেষেও
ক্বুন ফায়াকুন।

জানি সব-পর
শুধু-তুমিই সব,
দয়ার ভিখারী,
হে-মোদের রব।

——-
মোঃ নাজিম উদ্দিন
জুলাই ৫, ২০২২