স্বাধীনতা দিবস

Mar 26, 2025 | কবি ও কবিতা | 0 comments

View : 19
 

স্বাধীনতা দিবস

সে রাতও ক্লান্ত শ্রান্ত কৃষাণ সন্ধ্যার পরই ঘুমিয়েছিল,
সে রাতও অবুঝ শিশু বায়নার কান্নায় ঘুমন্ত ছিল;
আরো মধ্যরাত হতে হতে ঘুমিয়ে পড়েছিল আবাল-বৃদ্ধ-বণিতা।
হঠাৎ
মুহুর্মুহু গুলির শব্দ,আগুনের স্ফুলিঙ্গ;
হঠাৎ
ভেবে উঠার আগেই অনেককে করা হল হত্যা-অগ্নি-সংযোগ-লুঠতরাজ-ধ্বংসযঞ্জ;
আক্ষরিক কালো রাত আগুনের লেলিহান শিখায় দিবাসম হলেও কালো মানসিকতায় রূপকার্থ কালোরাত্রি।
নরপিশাচের হাতে মৃত্যুর চেয়েও হিংস্র নারী নির্যাতন,ধর্ষণ-অতপর হত্যা।
নিরীহজনেরা করল সহ্য, সাহসীরা করল প্রতিবাদ,প্রতিরোধ,যুদ্ধ।
সেরাতেই ঘোষণা হল স্বাধীনতার,
৯ মাসব্যাপী যুদ্ধ।
স্বাধীনতা, সে তো মুক্তির আকাংখার, বাসনার;
স্বাধীনতা, কারো রক্তচক্ষু ছাড়া চলার অধিকার,
স্বাধীনতা, মুক্ত আকাশ, নিরাপদ দেশ বাংলার;
স্বাধীনতা, মা-বোন-কন্যার নিরাপদ সুস্থ পথচলার;
স্বাধীনতা, মানবতার মুক্তির, মানববোধের উত্তরণের,উচ্চাশার।
আজ ৪৫ বছর ধরে আমরা সার্বভৌমত্বের ভাষায় স্বাধীন;
আজ আমাদের মানববোধের, মূল্যবোধের স্বাধীন প্রত্যাশা করি;
প্রত্যাশা করি সেই স্বাধীনতার,
যেখানে তনু নৃশংস মৃত্যুদৃশ্যের পুনরাবৃত্তি ঘটবেনা আশা করা যাবে,
সত্যিকারের স্বাধীনতার স্বাদ আস্বাদনের সুযোগ হবে সবার,
জাতি-ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষ সবার।

 

নাজিম

২৬ মার্চ