স্বাধীনতা

Mar 24, 2025 | কবি ও কবিতা | 0 comments

View : 16
 

স্বাধীনতা

স্বাধীনতা, সে তো সবুজ মাঠ
দিগন্ত জোড়া প্রান্তর,
উদাস দুপুর, রাঙ্গা গোধুলী
শেকল, সে অবান্তর।

স্বাধীনতা, সে মজুর কৃষাণ
গাঁয়ের দুরন্ত বালক,
নদীর ধারে, পাড়ার কোলে
বাংলাদেশ অপলক।

নাজিম
চট্টগ্রাম
২৫ মার্চ