সুসময় নির্বাসনে’

Jun 24, 2024 | গল্প প্রবন্ধ উপন্যাস | 0 comments

View : 43
 

সুসময় নির্বাসনে’

কঠিন এক সময় পার করছে মানবসমাজ। প্রাচ্য পাশ্চাত্য যেমন যুদ্ধ বিগ্রহ, স্নায়ুযুদ্ধ ইত্যাদিতে ব্যতিব্যস্ত, তেমনি ৫৫হাজার বর্গমাইলের ছোট এ দেশটাও বহির্মুখী সমস্যার সাথে সাথে যুক্ত অভ্যন্তরীণ সংকট, আলোচনা সমালোচনায়।
আসা যাক দেশের আঙিনায়। অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য যেখানে সংকটে, সেখানে দিনের পর দিন বের হয়ে আসছে থলের বেড়াল! কখনো নজিরবিহীন বেনজির, কখনো ছাগলকান্ডের মতিউর এসব নানাবিধ চমকে চমকিত মিডিয়া। এরই মাঝে ‘রাসেল ভাইপার’ ইস্যুতে নির্ভয় জাতির মাঝে জাগাচ্ছে খানিক ভয়!
তারই আড়ালে কবে কি হচ্ছে সে কী আর ঠাঁই পায় ভীরু কলমজীবিদের সাহসে?
আর এসব কিছুর চাপে পিষ্ট আমাদের দেশের ৮০% বা ততোধিক মানুষ। তারা অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা- সব সেক্টরেই কষ্টে সংকটে সংশয়ে.. দৃশ্যত, দেশের ৮০% সম্পদ মাত্র ২০% মানুষের কবজায় আর সে হিসেবে যে ৮০% মানুষের হাতে মাত্র ২০% সম্পদ (অনুমেয়), তাদের কথা লিখলে বা বললে মিডিয়ায় ভিউ বা পাঠক বাড়েনা: একটু কাঁচা ভাষায় বললে, ভাইরাল হয়না!
তাই, সামনের প্রজন্মের সামনে দৃশ্যত সহজ সাবলীল রোল মডেল একের পর এক আসছে: কোনটা থলের বেড়ালের মতো, কোনটা মিডিয়ার কল্যাণে বা কোনটা স্বগোত্রীয়দের হিসাব ভাগাভাগির খেসারতে!
তাহলে কি ‘সুসময় নির্বাসনে’?


নাজিম
২৪ জুন ২০২৪