সালতামামি ২০২১, স্বাগত ২০২২

Dec 31, 2021 | নতুন কিছু, ফেসবুকের পাতা থেকে | 0 comments

View : 171
 

সালতামামি ২০২১
স্বাগত ২০২২


বিশ একুশ সালের শেষ দিন। বিশ বাইশের সূচনা।
কেমন গেলো ২০২১? বছরটার শুরুতে করোনা আগের বছরের মতো।চেপে রেখেছিল সব। উৎকন্ঠা সর্বত্র। কত স্বজন, পরিজন চলে গেলো হঠাৎ। অবশ্য মৃত্যু হঠাৎই।
তবে শেষার্ধ ছিলো প্রাণপ্রাচুর্যে ভরা। জীবন যেন জীবন খুঁজে পেলো।

জীবনের আরো একটি বছর চলে যাওয়া নতুন বছরকে স্বাগত জানানোর মতো আনন্দের নয়, বরং ভাবনার। তবে বেশি ভেবে লাভ নেই। Destiny & Free Will এর দৌড়ে মৃত্যুর সময়কাল Destined, predestined.. তাই প্রতিটা নিশ্বাস অমূল্য, প্রতিটি সেকেন্ড স্বর্গীয় উপহার।
কী পেলাম? এই যে বছরের শেষ দিন পর্যন্ত বেঁচে আছি, সে জীবনটাই কি অনেক পাওয়া নয়? আজ জুমার পরও চট্টগ্রাম গরীবুল্লাহ শাহ জামে মসজিদে একজনের জানাজা পড়লাম। আমি তো কার চেয়ে বেশি সময় পেয়েছি। আলহামদুলিল্লাহ।
এ প্রাপ্তির শুকরিয়া সমগ্র জীবন সেজদারত থেকেও সম্পূর্ণ হবেনা। ভেবে দেখুন, কত স্বজন এ এক বছরে বিদায় নিয়েছে, চিরতরে। স্মরণ করছি সব বিদায়ি আত্মাকে।

কী শিখলাম? না, তেমন কিছুই শিখতে পারিনি। তবে শেখার বয়সে পৌঁছেছি। যদি বলি, লাইফ স্টার্টস এট ফর্টি! শিখতে পারিনি বলেই হয়তো কিছু স্বজন বন্ধুদের দেয়া দুঃখ উপেক্ষা করার পরিবর্তে ব্যথিত হই; শিখতে পারিনি বলেই হয়তো মানুষের কাছ থেকে প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব না কষে এখনো অপ্রাপ্তিতে মর্মাহত হই। শেখার গভীরতা অর্জন করতে পারিনি বলেই দুনিয়াবি কারণে হতাশ বা দুঃখিত হই আর পারলৌকিক বিষয়ে উদাসীন এবং নির্লিপ্ত থাকি!
আর পরিকল্পনা করে তা মনে মেন রাখা বা To do list পর্যন্ত সীমাবদ্ধ রাখার বদভ্যাস ত্যাগ করার সাহস ও
কর্ম কোনটাই পুুরোপুরি আত্মস্থ।করতে পারিনি মোটেও।

তবে এ যে অনুধাবন, তা যদি আজকের মতো আগামি বছরও থাকে, তবে সুচিন্তা বাক্যে, সুবাক্য।কর্মে পরিণত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায়না। তাই অনাগত বছরের প্রথম প্রভাত যেন কল্যাণময়ী, আশাব্যঞ্জক বা প্রেরণার সুতিকাগার হয়, সেজন্য প্রয়োজন সকলের দোয়া, শুভকামনা, সহায়তাও।
তাই, আগামি সবসময় স্বপ্নের, প্রত্যাশার, সম্ভাবনার, প্রেরণার, প্রাপ্তির আর ইতিবাচকতার।
এ ভাবনা কর্মে রূপান্তরিত হোক, এ কর্ম নিজেকে প্রজ্জ্বলিত করুক, আলোকছ্বটার বিন্দুমাত্রও যদি থাকে তা পারিপার্শ্বকে জ্যোতির্ময় করুক, এ প্রত্যাশা ২০২২ কে ঘিরে।

সবার জন্য অফুরন্ত শুভকামনা।

Adieu 2021
HAPPY NEW YEAR 2022..

—-
মোঃ নাজিম উদ্দিন
৩১ ডিসেম্বর ২০২১
০১ জানুয়ারী ২০২২