View : 206
 

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

সাধ্য কি আর আছে?

********

সাধ্য কি আর আছে?
ইচ্ছে হলেই ছুঁতে পারি
স্বপ্ন যত আছে।
স্বপ্ন আমার আছে
মনের মত যেতে চাহি
সাধের বাড়ির কাছে।

পড়শি কি তেমন আছে?
সবার সুখে হাসবে যে জন
সবার সাথেই বাঁচে।
তেমন ঘর কি আছে?
তোমার দুঃখে কাঁদে স্বজন
তোমার সুখে হাসে।

বন্ধু কি তেমন আছে?
দুঃখ তব ভাগ করে যে
সঙ্গ তোমায় যাছে।
প্রেমের ‘সে-জন’ আছে?
পূর্ন হৃদয়-মনটা দিয়ে
আস্থায় থাকে পাশে।

আত্মীয় কি তেমন আছে?
রক্তের বাঁধের ঊর্ধে উঠে
আত্মায় ভালোবাসে।
অন্তরঙ্গ কেউ আছে?
স্বার্থের পরে ভুলে না যেজন
টানে তোমায় কাছে।

দেশ কি তেমন আছে?
নিজের চাওয়া স্বাধীনতার
স্বাদে সবাই বাঁচে।
স্বাধীনতা কি আছে?
নিরাপত্তা, স্বাধিকার আর
মুক্তচিন্তার আশে।

বিশ্ব কি তেমন আছে?
রাজ্যসীমা ছাড়িয়ে মানুষ
মানবরাজ্যে বাঁচে।
সংঘ কি সেরূপ আছে?
মোহ ভুলে সবাই যেনো
আনন্দ আর উচ্ছ্বাসে।

সাধ্য কি মোর আছে?
তেমন করে ভাবার মতো
আশার ঘর কি আছে?
সাধ ও স্বপ্ন আছে-
একদিন এই আশার তাসে
“সত্যি” যেন আসে।


মোঃ নাজিম উদ্দিন
nazim3852@gmail.com
১১-১০-২০১৮