সাঁঝের মায়া

Nov 24, 2022 | কবি ও কবিতা

সাঁঝের মায়া

আমরা ছুটি বেগে করি জীবনের খোঁজ
ভালো আগামি পানে রোজ হররোজ!
আজকের কষ্ট ভুলি, ভুলি ক্লেশ কত;
মরিচীকা খুঁজে ফিরি শতদিকে সতত।

পেয়েছি নতুন কিছু, চাই আরো যত রথ
কখনো জিতি, কখনো বা ব্যর্থ মনোরথ!
আর নিজেরে হারিয়ে মরি জেতার আশে,
মানুষের সমুদ্রেও কখনো নেই কেউ পাশে!

অতীত ফেলে চলি আজ আগামির ভোরে
বর্তমান পায় অবহেলা, মহাযাত্রার ঘোরে!
বেলাশেষে হিসাব করি কী পেলাম ভবে-
স্মৃতিছাড়া নেই কিছুই, আসবেই বা কবে?

সব বেলা হারিয়ে মাঝি সাঁঝের মায়ায়
সব স্রোত খুঁজে ফিরে অবেলার কায়ায়;
আগামি এক মরিচীকা, ঘোরের বাগান
মিছে মায়ায়, অবহেলায়, ব্যর্থ শ্লোগান!

সে হতে ভাবে মাঝি, এ জীবন নদে
যা কিছু আছে সব আজকের আমোদে।
ছোট্ট জীবন তরীতে পাই যা কিছু,
তাতেই রূপ শোভা ঐশ্বর্য, তাতে সবকিছু।


মোঃ নাজিম উদ্দিন
নভেম্বর ২৪, ২০২২

 

লেখাটি লিখেছেন