সময় তোমার সময় কই?
কত সকাল লাল সূর্য দেখার আগেই
কত দুপুর মাথার উপর খাড়া তবু
চোখে চোখ রাখা হয় না তখন!
কত বিকেলে মুখোমুখি হয়নি বলে
ছুঁয়ে দেখা হয়নি পড়ন্ত আভাও
গোধুলির রবিও অধরা তখন!
আলোকে সাথে নিয়ে নিশি স্বজন!
তোমার সময় কই, ব্যস্ত পরিজন?
আঁধার শেষে আশা আলোর অর্জন।
—
মোঃ নাজিম উদ্দিন