সময় অসময়
এমন একটা সময় থাকে যখন
চারপাশে তোমায় ঘিরেই স্বজন!
অসময়ে দূরে যায় কিছু তিক্ত ক্ষণে,
অতীতের সেসবে, কে রাখে স্মরণে?
এমনও সুযোগে থাকে জীবনকাল
দুধের মাছির কভু হয়না আকাল!
সময় চেনায় তোমায় কে আপন-পর
কারে বা বাসিলে ভালো জীবনভর?
তবুও মায়াজালে বাঁধে এ প্রতিক্ষণ!
কেন জানি চিনেনা মানুষ পরিজন!
কেন জানি ঠকে শেখে তবু পুনরায়
সময়ই যে চেনায় তার সব অভিপ্রায়!
সময় খুলে আঁখি, চেনায় অসময়
কে-ই বা বাসতো ভালো নিঃসংশয়;
পুড়ে খাঁটি হয় বাঁধন, নচেৎ বিসর্জন
পতনে চেনো তারে, তাতেই অর্জন!
মরণের পরে তোমায় করিবে স্মরণ?
কেন বা মরিচীকায় সৃজিলে বাঁধন?
নিজের শ্বাসই শুধু, উঞ্চতায় আপন
ভুলেভরা বাঁধনে তোর অনন্ত দহন।
—
মোঃ নাজিম উদ্দিন
মার্চ ১০, ২০২২