সময়

Nov 23, 2022 | কবি ও কবিতা

View : 109
 

সময়

অপেক্ষা বদলে দেয় জীবনের ম্যাপ
শুরুতে থাকুক যত দূরত্ব কিবা গ্যাপ;
স্বপ্ন এগিয়ে দেয় মোদের ভাবনা সকল,
আকাঙ্খা বিনে যেনো এ জীবন অচল।

তবুও হতাশ উদাস মানব কথক
এক ছাড়া পুরাবে কী পূর্ণ শতক?
তবুও হাল ছাড়ে কিছু নাবিক যখন
সমুদ্র চালনা শেখায়, দুর্গম ভ্রমণ!

শেষবিন্দু রক্তে আছে বিজয় নিশান
পরাজয়ে ডরে না বীর, মজুর কৃষাণ।
প্রত্যাখ্যানে যে পিছু হটে প্রেমের ঊষা
সে প্রেমিক কীভাবে পায় প্রেমের ভাষা?

সময়কে সময় দিও পথিক, দিও অবসর
সময়ই ফেরত দিবে শুভ প্রণয় প্রহর।
তোমার যা হারিয়েছে শ্রমে কর্মে সপনে,
সবখানি ফিরে আসে, প্রকাশ্যে বা সন্তর্পণে।

মোঃ নাজিম উদ্দিন
নভেম্বর ২৩, ২০২২