সব ফেলে একদিন যাবি-ই চলে

Sep 18, 2020 | কবি ও কবিতা | 0 comments

View : 202
 

সব ফেলে একদিন যাবি-ই চলে

———

সব ফেলে একদিন যাবি-ই চলে
কেন তবে এত ভাব, ছলে, কৌশলে?
কেনই বা হিংসায় মন করো কালো?
অভিনয়ে চতুরতা, যেন কত ভালো!

কেনই বা দম্ভ-যত, অভিনয়ে খাঁটি!
কেনই যাও ভুলে, এ মাটি হবে মাটি?
কেনই-বা ভেদ এত, দরিদ্র-ধনী?
কেনই বা বিস্মৃত, মনই যে খনি।
কেনই জাত-বংশময় ভাবনা তবু?
কাররে ঠকাও বা জিত,ভেবেছ কভু?

করার আগেই কেন দেখানোই সার?
কবরেও সেলফি, ছবিতেই সাবার!
কেনই বা নির্জনে হয়না কোন দান?
ছবিতেই মানবতা, প্রচারই বিধান!
তাই বুঝি দানে আজ শুধু প্রচারণা
অজানায় অভাবীতে নিরব বেদনা।

কেনই বা জাহির শত, না করে বয়ান
সময় করবে প্রমাণ, আসলে প্রয়াণ।
ছোট্ট এ জীবনে, কেনই জটিলতা,
কেনই বা হিংসা-পরশ্রীকাতরতা।?
সমাজে-বন্ধনে হবে হৃদ্যতা মিলন
উদার মননে যবে প্রেমের কিরণ।

—-
মোঃ নাজিম উদ্দিন
nazim3852@gmail.com
২০-০১-২০১৭