শেষবিচারের দিন
অবিরাম ছুটে চলছি ভবে
কাটাই সকাল দুপুর,
জোগাড়ও করি কিছু তবে
বুঝো কি অন্তঃপুর?
বিদায় মোদের চিরতরে যে
জানি তবে বুঝি কম,
ভুলবে সবাই, অকাজের ধন
ফুরালে নিঃশ্বাস দম!
সবাই এসে করবে ভাগ
সম্পদ আছে যত,
কেন তবে ধনেরই পিছে
ছুটছিই অবিরত?
সাড়ে তিনহাত কবরখানি
ঠিকানা মরণের পর,
তবু কেন কখনোই বুঝিনি
কে আপন, কে পর!
কোন জীবন নশ্বর বলো,
কোনটা ক্ষণস্থায়ী?
না বুঝে যদি হারাই বেলা
কাকে করবে দায়ী?
সফল বিফল হিসাব কষে
কাটাই সারা বেলা
দুনিয়ার ভোগে, দুনিয়ার রোগে
হাশরেরেই অবহেলা?
ফকির হয়তো রাজা হবে
রাজা হতে পারে হীন!
শেষ বিচার ন্যায় বিচারে
বিচার পক্ষপাতহীন।
আমল কত? নিয়ত কেমন?
এসবই চাইবেন রব,
কী হবে রিয়ায়, শুন্য হিয়ায়
করলে কলরব?
তোমার আমার পরিচয় হবে
সাজে নয়, শুধু কাজে,
রবের দয়ায় পেতে পারি ক্ষমা
আর সবই যে বাজে।
তিনিই মালিক, অনন্ত অসীম
দয়া রহমতে ভরপুর,
সেদিনের সে অসহায় মোরে
ক্ষমা করো, হে গফুর।
—
মোঃ নাজিম উদ্দিন
আগষ্ট ১৬, ২০২২