শীত

Jan 13, 2024 | কবি ও কবিতা | 0 comments

View : 189
 

শীত

কারো কাছে শীতটা যেন আরাম আয়েশের পণ্য!
গিজার, কম্বল সম্বল যার, কষ্ট তো সেথা নগন্য।।

কারো কাছে অভিশপ্ত শীত কষ্টের এক এক দিনরাত;
নেই শীতবস্ত্র, নেই বা ঘরই যদি না পায় দান খয়রাত!

শীতে তুলছে সেলফি কেউ পিঠা পুলির মাঝে
কেউবা কনকনে শীতে, ছুটছে ভোরে কাজে;
বৈষম্যসব ঘুচাবে কে, কারাই বা হয় আগুয়ান?
কিছু সহৃদয়, কিছু হিতৈষী, কিছু সুহৃদ নওজোয়ান…


নাজিম
১৩ জানুয়ারি ২০২৪