রঙিন শৈশব
মনে পড়ে শীতের শৈশব
গ্রামের বাড়ির দিন,
শীতের ভোরে আগুন জ্বেলে
পড়শীদের সে ঋণ।
মনে পড়ে সে বাল্যবেলা
নবান্নে ভরা গাঁ,
সোনালী ধানে, কৃষাণ প্রাণে
অপার খয়ের খাঁ।
উঠান ভরা ধান আর
মাঠ ধু ধু তখন,
পরীক্ষার সব পড়া ফেলে
মাঠে ছুটে মন!
কাঁদা মাটি কিছু ঘরে এনে
পুতুল বানায় কতো!
স্কুলে দেখিয়ে পায় তারা
নম্বর ইচ্ছেমতো!
সন্ধ্যা হলে চড়ুইবাতি
পড়ালেখা বাদ!
মুড়ি মোলা, ভাঁপা পিঠা
খেজুর রসের স্বাদ।
মনে পড়ে স্মৃতির মেলা
হারানো সেসব দিন!
মধুর ছিলো বাল্যবেলা
শৈশব ছিলো রঙিন!
—
মোঃ নাজিম উদ্দিন
নভেম্বর ১৩, ২০২২
—