মানুষ হও ভবে

Oct 27, 2020 | কবি ও কবিতা | 0 comments

View : 204
 

মানুষ হও ভবে

‘জীব’ তুমি শিশু ছিলে
জানতেনা সব কিছু,
বড় হতে শিক্ষার লাগি
ছুটেছো পিছু পিছু।

বিদ্যার তরে দৌঁড়টা শেষে,
খুঁজেছো কত ঋষি,
ধনের খুঁজে সে দৌড়ঝাঁপে
লড়ছো দিবানিশি।

বেড়েছে তাতে বিদ্যা যত
বাড়ছে ধনের বাহার,
সবকিছু ভুলে সদাই ব্যস্ত
গড়তে ধনের পাহাড়।

তোমার মাঝে আরেক মানুষ
বেড়েছে সমানে সমান?
বিদ্যা বাড়ে, জ্ঞান কি বাড়ে?
ধনে বাড়ালে গুমান।

শ্রেষ্ঠ জীব করেছেন প্রভু
“মানুষ” হবে বলে,
“মান” কি আছে, আছে কি “হুঁশ”
ছলে-বলে- কৌশলে?

“মানুষ” তুমি ধনের নওকো
কিবা বিদ্যারও নও,
তোমার মাঝে অসীম ‘মানুষ’
তারে তো বুঝে লও।

সসীম ভবে অসীম সাগর
অপার তোমার মাঝে,
বিন্দু তোমার বিলিয়ে দিলে
সিন্দুসম হৃদ সাজে।

তোমার আলোয় জ্বলতে হবে
আঁধার প্রতিবেশ,
তখন তুমি সীমানা বিহীন
বিশ্বই তো স্বদেশ।

হও তুমি ‘মানুষ’ হে জন,
বাঁচো পরের তরে,
বিদ্যা ফেলে, ধনেরে রেখো
জ্ঞানের আলয় পরে।

তোমার খুপিতে বিরাজ করে
অযুত আলোকতারা,
তোমার জ্ঞানের কিরণ সবার
ভবের ফল্গুধারা।

—-
মোঃ নাজিম উদ্দিন
২৭ অক্টোবর ২০২০