মইধ্যবিত্ত

Nov 7, 2022 | কবি ও কবিতা

View : 101
 

মইধ্যবিত্ত

নুন আইনতে ফানতা ফুরঅয়
কেএনে চলিবু দিন?
ইনকামততুন হরচ অর বেশি
বাড়েরদ্দে হালি ঋণ!

বেতন আছে আগর জাগাত
হরচ আন বাড়ের বারবার,
মুক ফাডি হইত ন ফারের
বুকখান যে ফাডি যার!

আশে ফাশের ডঅর মানুষ
ভোগ বিলাসই গরে,
মইধ্যবিত্ত মরে ভাতর হষ্টে
হইত ন ফারি মরে!

ডঅর মানুসুর একদিনুর হরচে
গরিবুর একমাস যায়!
তঅ ইতেরা অফচয়ই গরে
আর মাইনসুরে দেহায়।

সমাজগান আজিয়্যে ফুরঅ বরবাদ
হঅজ্জ গরি মিডে হায়,
যেদ্দুর ইনকাম, এদ্দুর হরচে
চল, জীবন হাডাই।

—–
মোঃ নাজিম উদ্দিন
নভেম্বর ৭, ২০২২