বিশাল সূর্যের লাল আভা

Sep 2, 2020 | কবি ও কবিতা | 0 comments

View : 228
 

বিশাল সূর্যের লাল আভা



বিশাল সূর্যের লাল আভার বিচ্চুরণে
শুরু হওয়া দিবসটি,
রৌদ্রোজ্জ্বল, দুরন্ত, প্রাণবন্ত
তবুও বেলাশেষে সে শ্রান্ত,পরিশ্রান্ত
সান্ধ্যে গোধুলীর আগমনে
সে রবিরও হয় বিদায়,
দিবসের হয় অবসান।

তেমনি যত বৃহৎ,যত শ্রেষ্ট
প্রতিটিরই আছে সমাপন…
দশটি দেশ ভ্রমণকারী আসা নীলনদ
হিমালয়ের বিশাল চূড়ামণি
তিব্বতের মালভূমি কিংবা
প্রশান্ত মহাসাগরের সুগভীর তল..
সবকিছুই, সর্বত্রই যেন
এক সীমারেখা দাড়িয়ে অাছে,
সমাপ্তির সবশেষে, সবিশেষে…

যে জীবন সে শুরু করেছিল শৈশবে
দুরন্তপনার মাঝে কাটাতে চেয়েছিল
সারাটি বেলা, সারাবেলা..
পরেরদিনের সে কৈশোরও একদা
যৌবনের দুর্নিবার প্রকান্ড
এক ছোবলে হারিয়ে ফেলে
লক্ষ্যহীন আনন্দের আঁতুরঘর
অজানা দৌড়ের অভিলাষ!

তারপর, যৌবনে হুংকারে কিছুদিন
অকপট দাপটে দাম্ভিক দৃশ্যপট..
এ যেন হার না মানা উড্ডয়ন
অতপর সে সাজে জীবনের সাঁজে
পৌড়ত্বের দৌড়েঝাঁপের নির্মম চাপে
বার্ধক্যের সন্ধ্যাতারা জীবনাকাশে
ভুলিয়ে দেয় সব বাঁধনহারা গল্প!

পথের এরূপ বাঁক আর পরিক্রমায়,
দিগন্তের মরীচিকার নীলিমায়
এতকালে তার হৃদয়ঙ্গম হলো
বাস্তব বাস্তুসংস্থান; অতপর,
তার বোধে উদয় হয় অনিবার্য,
সত্য জীবনচক্রের এক
প্রাজ্ঞ বিন্যস্ত ব্যাসার্ধ!

(# মোঃ নাজিম উদ্দিন: ০১-১০-২০১৯)