বিজয় দেখি

Dec 15, 2020 | কবি ও কবিতা | 0 comments

View : 210
 

বিজয় দেখি

বিজয় দেখি পলাশী শেষে
তিতুমীর – সূর্যসেনে,
ক্ষুধিরামের ত্যাগের কথা
ইতিহাস আজো জানে।

ব্রিটিশ শেষে পাক-শোষণে
দেখিনি বিজয়-হাসি,
পাকিস্তানের নিপীড়নে
শোষিত বাংলা-বাসী।

বিজয় দেখি বায়ান্নতে
ভাষার আন্দোলনে,
বিজয় দেখি বঙ্গবন্ধুর
মার্চের সেই ভাষণে।

বিজয় দেখি ছাব্বিশ মার্চ
স্বাধীনতা সংগ্রাম,
বিজয় দেখি মা-বোনেরও
ত্যাগ সে অবিরাম।

বিজয় দেখি একাত্তরের
ষোলোই ডিসেম্বর,
লাল-সবুজের পতাকা হাতে
স্বাধীন দেশ ও ঘর।

বিজয় দেখি স্বাধীন মাঠে
লালন-হালিমের গান,
নজরুল আর রবি ঠাকুরের
সংগীত আর শ্লোগান।

বিজয় দেখে, হে বাংলাদেশ
তোমাতেই সব হাসি,
বিজয় দেখি সারা বাংলায়
বাংলাকে ভালোবাসি।


মোঃ নাজিম উদ্দিন
১৬ ডিসেম্বর