বহমান মুহ্যমান

Oct 26, 2024 | কবি ও কবিতা | 0 comments

View : 44
 

  1. বহমান মুহ্যমান
    —————

অদ্ভুত এক অস্থিরতায় আচ্ছন্ন
পৃথিবী নামের বাসযোগ্য এ গ্রহটি;
প্রতি যুগ বা শতাব্দীর বিরতিতেই যেন
নেমে আসে এ নিয়ত নিয়মিততা!

এ চাহিদা শুধু ব্যক্তির নয়, গোষ্ঠির নয়
বরং দেশে, মহাদেশও দৌড়ে তুঙ্গে!
সফলতা, ঐশ্বর্য, লোভ, ক্ষমতা বা উচ্চাকাঙ্খার
নির্লজ্জ, নিঠুর কি অনুষঙ্গে!

কেনে এ অধৈর্য, অস্থিরতা, কী-ই বা কারণ?
সফল হতে নাকি প্রচারিত হতে
চূড়ায় উঠতে, নাকি হীরা পেতে?
নাকি সবই চায় একসাথে?

একদা ব্যক্তি সাফল্যের সিঁড়ি ছিলো
পরিশ্রম, সাধনা, ত্যাগ, সততা, তিতিক্ষা,
জানা, মানা কিংবা কিছু পরীক্ষা;
ধীরে ধীরে পরিবর্তন হয় এসব সিঁড়ির,
আড়ালে বদনাম, তোষামোদ বা মিথ্যে
সর্বাঙ্গে সংঘ ঢুকে, বলয়ে বলিষ্ঠ হয় সে!
সাফল্যের জন্য তারা সিড়ি বদলায়,
বদলায় সংঘ, বদলায় বলয মিত্র, বিচিত্র!
এ এক অদ্ভুত সমীক্ষা, বিচিত্র সমীকরণ!

বৈশ্বিক পটভূমিও তেমনই আজ
শৌর্য, ঢাল তলোয়ার, বর্শা কিংবা অশ্বে
দেশে থেকে দেশ বিজয়ে মরিয়া সেকাল
আজ সেকেলে হয়ে গেলো নিমিষেই!
এখন শুধু ব্যালেষ্টিক বা পরমানু বোমাই নয়
এখন শুধু মাৎস্যন্যায় ব্যবস্থাই নয়
বরং বৈশ্বিক বলয়ে কিংবা আদর্শের গ্রুপিংয়ে
যুক্ত হয় সব ধর্ম তন্ত্র মতবাদ ইজম;
গণতন্ত্র থেকে সমাজতন্ত্র, উন্নত থেকে উন্নয়নশীল
সকল দেশ বলয়ে বা মহাদেশে!

এসব দৌড়ে পিষ্ট হচ্ছে কিছু ব্যক্তি থেকে গোষ্ঠী
নীরব দুর্ভিক্ষে কেউ ন্যায্য মূল্যের ভ্যানে দৌড়ে
কেউ বা রয়েল এনফিল্ড বুকিংয়ের শীর্ষে থাকার দৌড়ে ;
একদেশের শিশুরা নতুন আনন্দের খোঁজে,
ফিলিস্তিনের মতো নির্যাতিত দেশের শিশুরা,
মৃত্যুর প্রহর গুণে অনুগ্রহের অভাবে, নিগ্রহে বাজায় জীবনের করুণ সানাই..

বহমান এ সময় যেন মুহ্যমান,
সকল ঘটনার আষ্টেপৃষ্টে পিষ্ট সেরা জীব মানুষই, মানুষেরই আপন পরিজনসকল!

অদ্ভুত এক অস্থিরতায় আচ্ছন্ন
পৃথিবী নামের বাসযোগ্য এ গ্রহটি।


মোঃ নাজিম উদ্দিন
অক্টোবর ২৬, ২০২৪