প্রভাত রঙিন

Jul 28, 2021 | ফেসবুকের পাতা থেকে | 0 comments

View : 221
 

একসময় এ পথে ছিলো অজস্র ভীড়
এখন বেশ নিথর, সবে ফিরে নীড়;

বেঁচে আছি, ভালো আছি, এতেই শোকর
জীবন হোক মুখরিত, আনন্দ-প্রহর;

এখন বাঁচার তরে জীবনই কোণটাসা,
তবু্ও চলছে জীবন, তবু শত আশা….

গোধুলি চলমান, আসছে সাঁঝে গহীন
আলোর মিছিলে আসুক প্রভাত রঙিন।

(#নিজস্বক্লিক: আজ ২৮ জুলাই ২০২১ ইং বিকেলে
স্থানঃ টাইগারপাস থেকে লালখানবাজার মুখী সড়ক, চট্টগ্রাম

মোঃ নাজিম উদ্দিন