পত্রপল্লব

Feb 14, 2025 | কবি ও কবিতা | 0 comments

View : 21
 

পত্রপল্লব

প্রকৃতির এমন নন্দনদৃশ্য মাঝেও
রয়েছে কত চড়াই উৎরাই
কত বিরহ বিচ্ছেদ কিবা
কত সংকট সংশ্লেষ!

শীতের আগমনের পত্রঝরার মতো
শুকনো আবহাওয়ার আঘাতের মতো
সঙ্গীহীন পত্রহীন সব ডালের মতো
বৃক্ষ গুল্মও কাটায় নিথর সময়..

সব বিরহ বিচ্ছেদ যে স্থায়ী নয়
সব নিরসতার ও যে হয় ক্ষয়,
বসন্তের আগমনে ফাগুনের দিনে
প্রকৃতিও তেমনই অনিন্দ্য হয়।
ফাগুন তাই আগুনের ফুলকিময়
সৌন্দর্য সমৃদ্ধি আর যেন প্রাণময়।

ফেব্রুয়ারী ১৩, ২০২৫