View : 223
 

তিতা কথা –১


(১)
জীবনে সবচেয়ে বেশি কষ্ট দেয় আপন মানুষ। আর আমরা সবচেয়ে বেশি সময় দিই বা আমাদের সবচেয়ে বেশি সময় দিতে হয় আপন মানুষজনকেই!

(২)
মানুষ স্বভাবতই স্বার্থের কাঙাল। স্বার্থ আদায়ের সময় সে সাময়িক বিনয়ীর ‘বেশ’ ধরে, ‘বেশ’ ধরে হৃদ্যতাপূর্ণ মানুষের, কিন্তু বাস্তবিকপক্ষে স্বার্থ আদায়ের পর সে অনেকক্ষেত্রেই অপরিচিতজনের মতোই আচরণ করে!
মানুষ বড় বিচিত্র!

(৩)
কারো উপকার না করে যতোটা স্বস্তিতে থাকি, তার চেয়ে বেশি অস্বস্তিতে থাকি কাউকে উপকার করে; কারণ বেশিরভাগ উপকারগ্রহিতাকে কখনোই পরিপূর্ণভাবে সন্তুষ্ট করা যায়না!
কথায় বলে, যে করে না, তার একটা দোষ, যে করে, তার হাজার দোষ!

(৪)
মানুষ শক্তের ভক্ত, নরমের জম। তবে তাকে অধিকাংশ ক্ষেত্রেই নরমের অভিনয় করতে হয় আর ভেতরে আসলেই শক্ত থাকতে হয়, তার উল্টো টা হলেই কষ্ট, ব্যর্থতা, অপদস্ত হওয়া।

(৫)
বিশ্বাস আর বিশ্বাসঘাতকতা পাশাপাশি বাস করে। বেশিরভাগ মানুষ অপরের বিশ্বাসের মূল্য দেয়ার অভিনয় ত
করে, বিশ্বাসটা ভেঙ্গে দেয় বা বিশ্বাসঘাতকতা করে। সময় সুযোগ অনুকূল বা প্রতিকূলে বুঝতে পেরে মানুষ বিশ্বাসের আমানতটাকেই কাজে লাগায়। হায়রে মানুষ!
“আপন আপন করি যারে, সে তো আপন নয়..””

—-
মোঃ নাজিম উদ্দিন
এপ্রিল ১৯, ২০২৪

(“তিতা কথা” শুধুমাত্র অভিজ্ঞতা শেয়ার করার মাধ্যস মাত্র। কথাগুলোতে কেউ কষ্ট পেয়ে থাকলে নিজ দায়িত্বে কষ্ট ভুলে যাবেন!)