তবুও আমরা মানুষ

Nov 16, 2020 | গল্প প্রবন্ধ উপন্যাস | 0 comments

View : 203
 

তবুও আমরা মানুষ!

***********
আমরা অনেকেই সুন্দর প্রকৃতির অনিন্দ্য সুন্দর পাহাড় বেয়ে ষোড়শী কন্যার উচ্চলতার মত ঝর্ণার জলরাশি দেখে সুন্দরের পূজারী হতে চাই,
কিন্তু তা উপভোগ করতে বা প্রকৃতির কাছে যেতে যে কষ্ট, তা মেনে নিতে চাইনা;

আমরা আঁধারের বুক চিরে কুয়াশার ঘোমটা খুলে ধীরে আসা ভোরের লাল সূর্যের অপরূপ সৌন্দর্য দেখতে সবাই চাই,
কিন্তু শীতের ভোরে কম্বলের আরাম ছেড়ে উঠতে চাইনা!

বিশ্বাসীরা বেহেশতে যেতে চাই, চিরস্থায়ী শান্তি আর নৈরাশ্যবিহীন স্থায়িত্ব নিশ্চিত করতে চাই,
কিন্তু বেহেশতে যাওয়ার অন্যতম পূর্বশর্ত মৃত্যুকে মেনে নিতে চাইনা!

আমরা সফল হতে চাই, চাই সাফল্যের এভারেস্টে নিজের নাম সম্বলিত পতাকা উড্ডয়ন করাতে, সাফল্যে পরিতৃপ্ত হতে,
কিন্তু সফলতার জন্য যে ত্যাগ, যে ববিনিদ্র রজনীর সাধনা, যে ঘামঝরা কষ্ট, অকথ্য পরিশ্রম, তা করতে চাইনা।

আমরা প্রকৃত বন্ধু পেতে চাই, চাই বন্ধুত্বের বাঁধনে আবদ্ধ হয়ে সুন্দর সাহচর্য নিশ্চিত করতে, কিন্তু বন্ধুদের সাথে সময় দিতে চাইনা, চাইনা বন্ধুদের প্রয়োজনের সময় নিজেদের পাশে রাখতে;

আমরা ধার্মিক হতে চাই, কিন্তু কনকনে শীত, তুমুল বৃষ্টি কিংবা প্রচন্ড গরমে নিজেদের আরাম আয়েশ ভুলে ধর্মকর্ম করতে চাইনা;

আমরা পরপারে জান্নাত চাই, কিন্তু জান্নাতের মালিককে পেতে চাইনা, চাইনা মালিকের পছন্দমতো কাজ করতে;
আমরা ভালো ফলাফল চাই, কিন্তু এর জন্য প্রয়োজনীয় সাধনা করতে চাইনা!

আমরা জ্ঞানী হতে চাই, কিন্তু জ্ঞানের বহন বই পড়তে চাইনা;

আমরা গোলাপের সৌন্দর্য উপভোগ করতে চাই, কিন্তু কাঁটায় বিদ্ধ হতে ভয় পাই!

 

আমরা ধনী হতে চাই, কিন্তু ধন অর্জনে নির্ঘুম রাত, বিরামহীন দুশ্চিন্তা আর সাহস-ঝুঁকির কোনটাই নিতে চাইনা!

আমরা ফেসবুকে লাইক / কমেন্ট আশা করি, কিন্তু অন্যের পোস্টে লাইক / কমেন্ট দিতে চাইনা!

আমরা ধর্ম প্রচার করতে চাই, কিন্তু নিজে ধর্মের বাণী মেনে চলতে চাইনা;

আমরা নেতা হতে চাই, কিন্তু নেতা হওয়ার জন্য যে কর্মী হতে হয়, তা মানতে চাইনা!

আমরা সালাম পেতে চাই কিংবা অপেক্ষা করি, কিন্তু অন্যকে সালাম দিতে কার্পণ্য বোধ করি;

আমরা অন্যের কাছে সম্মান আশা করি, কিন্তু অন্যকে সম্মান করতে চাইনা;

আমরা নিজের কথা অন্যকে শুনাতে চাই, কিন্তু মন দিয়ে অন্যের কথা শুনতে চাইনা; আমরা সমাজের পরিবর্তন চাই, কিন্তু নিজে পরিবর্তন হতে চাইনা!

আমরা চাই রাস্তায় ট্রাফিক আইন প্রতিষ্টা যুবক, কিন্তু নিজে সুযোগ পেলেই ট্রাফিক আইন ভেঙ্গে আগে পৌঁছতে চাই!

আমরা নামাজের উপকারিতার কোনো লেখা/ ভিডিও বা লিংক শেয়ার করি, কিন্তু নিজে নামাজ পড়তে অলসতা করি!

আমরা জানি গীবত করা অনেক গর্হিত কাজ, কিন্তু অন্যের অনুপস্থিতিতে আমাদের আলোচনার সিংহভাগই হয় গীবতে ভরপুর!

আমরা চাই, আমাদের সন্তানেরা আমাদের সময় দিক, কিন্তু আমরা তাদেরকে পর্যাপ্ত সময় দিতে চাইনা!

আমরা ধর্মময় জীবন চাই, কিন্ত কর্মময় ধর্ম চাইনা!

আমরা সবাই একটি সুন্দর পৃথিবী চাই, চাই বাসযোগ্য এ ধরা,
কিন্তু সে স্বপ্নের পৃথিবীর জন্য ত্যাগ বা কষ্ট কোনটাই করতে চাইনা!

আমরা অনেকে “মানুষ” হতে চাই, কিন্তু “মানবিক বোধসম্পন্ন জীবের পর্যায়ে পৌঁছতে চাইনা!!..

তবুও আমরা “মানুষ”!!!

——
মোঃ নাজিম উদ্দিন