জুমা-দিবসের ভাবনা: ৪
‘তোমরা হতাশ হয়ো না এবং দুঃখ কোরো না, যদি মুমিন হও’
——————–
আমাদের এ ছোট জীবনে অনেক চড়াই উৎরাই পাড়ি দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হয়। শঙ্কা, উৎকন্ঠা, হতাশা, বিপদ, অপ্রাপ্তির কষ্ট ইত্যাদিতে পতিত হই। এ কষ্টে কেউ নিজেদের গতি ধরে রাখতে পারি, কেউ গতিহীন হয়ে বিমর্ষ হয়ে পড়ি।
তবুও জীবন তার আপন গতিতে চলে।
তবে এ সংকট, সংকীর্ণতা, উৎকন্ঠা থেকে মুক্তি পেতে অনেক অনুপ্রেরণার খোঁজ করি। আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে জীবনের সকল সংকট, সমস্যা, হতাশা থেকে উত্তরণের সমাধান বা দীর্ঘস্থায়ী পথনির্দেশনা দিয়েছেন।
কী অদ্ভুতভাবে মোটিভেশনের শব্দমালা, কত নিপুণ, নিখুঁতভাবে উপস্থাপন করেছেন মহান আল্লাহ তায়ালা।
‘তোমরা হতাশ হয়ো না এবং দুঃখ কোরো না, যদি তোমরা মুমিন হও, তবে তোমরা জয়ী হবেই।’ (সুরা ৩ আলে ইমরান, আয়াত: ১৩৯)।
সুরা ৯৪ ইনশিরাহর ৫-৬ নং আয়াতে বলা হয়েছে, “কষ্টের সঙ্গেই তো স্বস্তি আছে, অবশ্যই কষ্টের সঙ্গেই স্বস্তি রয়েছে।”
হতাশা যেন আমাদের কখনোই গ্রাস না করে; কখনো যেন হতাশ না হই। কখনো যেন ভেঙ্গে না পড়ি। কখনো যেন রবের করুণার ব্যাপারে সংশয় প্রকাশ না করি।
আল্লাহ আমাদের সহায় হোন।
—
মোঃ নাজিম উদ্দিন
ডিসেম্বর ১, ২০২৩