জুমা দিবসের ভাবনা-১৮: শোকর ও কৃতজ্ঞতার গুরুত্ব

Dec 13, 2024 | গল্প প্রবন্ধ উপন্যাস, ধর্ম, জীবন এবং জীবনভাবনা | 0 comments

View : 14
 

জুমা দিবসের ভাবনা-১৮:
শোকর ও কৃতজ্ঞতার গুরুত্ব
————————–
ঈমানদার মাত্রই শোকর গুজারকারী ও কৃতজ্ঞ; সর্বাবস্থায় আল্লাহ যা প্রদান করেন, তার উপর সন্তুষ্ট থাকা তাদের অন্যতম বৈশিষ্ট্য। প্রত্যেক ঈমানদারই মনে করে, ভালো-মন্দ, সংকট-সচ্ছলতা-অসচ্ছলতা কিংবা সুখ-দুঃখ – সবকিছুর মালিক আল্লাহই।
কোন প্রাপ্তিতে কৃতজ্ঞতা আদায় যে শুধুই এক কাঙ্খিত বিষয় তা নয়, বরং এর ব্যতিক্রম ঘটলে পবিত্র কুরআনে উচ্চারিত হয়েছে কঠোর হুঁশিয়ারিও-
“তোমরা যদি কৃতজ্ঞতা আদায় কর তাহলে আমি অবশ্যই তোমাদেরকে আরও বাড়িয়ে দেব, আর যদি তোমরা অস্বীকার কর তাহলে আমার আজাব অবশ্যই কঠিন।” -সূরা ইবরাহীম (১৪) : ৭

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবী মুআযকে একদা বললেন, ‘মুআয! আমি তোমাকে বলছি, কখনোই নামাযের পরে এ দুআটি পড়তে ভুল করো না-
“হে আল্লাহ! আপনার জিকির, আপনার কৃতজ্ঞতা ও শোকর আদায় এবং সুন্দর করে আপনার ইবাদত করতে আপনি আমাকে সাহায্য করুন।
-মুসনাদে আহমাদ, হাদীস ২২১১৯; সুনানে আবু দাউদ, হাদীস ১৫২৪

জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন মানুষ আল্লাহ তাআলার কী পরিমাণ নেয়ামত ভোগ করে তা কি কল্পনা করা যায়! সুস্থ দেহ, সুস্থ অঙ্গপ্রত্যঙ্গ, সুস্থ মন, সুস্থ পরিবেশ- সবকিছুই তো তাঁর নেয়ামত। উঠতে-বসতে, নিদ্রা-জাগরণে, ঘরে-বাইরে সর্বত্রই আমরা তাঁর নেয়ামতের সাগরে ডুবে আছি সর্বক্ষণ। এ নেয়ামত গণনার সাধ্য নেই কারও।

আল্লাহ পাক তো বলেই দিয়েছেন:
তোমরা যদি আল্লাহর নেয়ামত গুনতে চাও তাহলে তা গুনে শেষ করতে পারবে না। -সূরা ইবরাহীম (১৪) : ৩৪

প্রতিদিনকার সাধারণ নেয়ামতের পাশাপাশি আল্লাহ তাআলা অনেক বিশেষ নেয়ামতও দিয়ে থাকেন। যেমন, কাউকে তিনি দিয়ে থাকেন তুখোড় মেধাশক্তি, কাউকে গভীর জ্ঞান, কাউকে রাশি রাশি ধনসম্পদ, কাউকে সুসন্তান, কাউকে সুনাম-সুখ্যাতি, আরও কত কী! মুমিন বান্দা জীবনে যা কিছু পায়, সবকিছুকেই সে আল্লাহর নেয়ামত বলেই বিশ্বাস করে।

আল্লাহর নেয়ামত পেলে বান্দা আনন্দিত হয়। আর সেই আনন্দ আল্লাহর অন্য বান্দাদের সঙ্গে ভাগ করে নেয়াটাও এক প্রকার কৃতজ্ঞতা। আল্লাহ নিজেই বলেছেন : وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ

আর তুমি তোমার প্রভুর নেয়ামতের কথা বলো। -সূরা দুহা (৯৩) : ১১

আল্লাহ তায়ালা আমাদের সঠিক জ্ঞান দান করুন। আমিন।

——————
সংগ্রহ ও সংকলনে~~~~
মোঃ নাজিম উদ্দিন
ডিসেম্বর ১৩, ২০২৪

(পুনশ্চঃ “জুমা দিবসের ভাবনা” লেখাগুলো কারো প্রতি ইঙ্গিত করে নয়। প্রায় সব সংকলন করা হয়েছে। নিজের উপলব্ধি ও সংশোধনের জন্য মাত্র)