জীবন….
আদেশজগত বা আলমে আরওয়া
অতঃপর রহস্যের মাতৃজটর….
চাকচিক্যের ভব-জগত কিবা
আলমে খালক-
শৈশবের অবুঝ ধ্বনি
বাল্যবেলার উল্লাস
কৈশোরের দুরন্তপনা
ভাউন্ডুল যৌবনা;
গম্ভীর পৌঢ়কাল
সুস্থির, গোধুলীর বৃদ্ধকাল…
অবশেষে অমোঘ অবসান…
অতঃপর আলমে বরযক
বা দেহহীন কবর জগত..
সবশেষে, সবিন্যস্ত, অনন্ত
আলমে আখের, আখেরাত
যার শুরু আছে, নেই শেষ,
নেই কোন সমাপ্তি…
তবে, এ পাঁচ জীবনের দু’একটি জীবন
কেউ মানবেন, কেউ বা মানবে না!
সে তো বিশ্বাসের তারতম্যে…
তবে, সবচেয়ে ক্ষুদ্রতম জীবন
এ ভবেই, এ ভব-জীবনই…..
যেন এক ওয়াক্ত নামাজের একাংশ
ইতোমধ্যে আজান যার সমাপ্ত,
একামত ধ্বনিও উক্ত
জানাজার জা’মাতটাই অবশিষ্ট!
কিঞ্চিৎ পরিশিষ্ট…
এরই নামই কি ‘জীবন’?
———————
মোঃ নাজিম উদ্দিন
১৫-০৯-২০১৯